জান্নাত কেমন?

 

বিসমিল্লাহির রহমানির রহিম

জান্নাত সম্পর্কে কিছু আয়াতের উদ্ধৃতি

১/ জান্নাতের প্রশস্ততা আকাশ ও যমীন সমান।(সূরা আল ইমরান -৩/১৩৩)

২/  জান্নাতের ফলসমূহ চিরস্থায়ী। (সূরা রাদ -৩৫)

৩/ জান্নাতে ক্ষুদা ও পিপাসা লাগবে না। (সূরা ত্ব-হা-২০/১১৮)

৪/ জান্নাতীদের জান্নাতে স্বর্ন ও কংকণে অলংকৃত করা হবে , তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্হুল রেশমের সবুজ   বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। (সূরা কাহফ-১৮/৩১)

৫/ জান্নাতীদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সূরা পূর্ণ পাত্রশুভ্রু উজ্জল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। (সূরা সাফফাত ৩৭/৪৫-৪৬)

৬/ জান্নাতে থাকবে আয়তনয়না নারীগণ, কোন জ্বিন ও ইনসান্ ইতোপূর্বে যাদেরকে স্পর্শ করেনি। (সূরা আররহমান -৫৫/৫৬)

জান্নাত সম্পর্কে কপিতয় হাদিসের উদ্ধৃতি

 ১/ জান্নাতে কোন রোগ, বার্ধক্য , মৃত্যু হবে না। (মুসলিম)

২/ যদি কোন জান্নাতি তার অলংকারসহ একবার পৃথিবীর দিকে উকি দেয তাহলে সূর্যের আলোকে এমনভাবে আড়াল করে দিবে যেমন সূর্যের আলো তারকার আলোকে আড়াল করে দেয়। (তিরমিযি)

৩/ যদি জান্নাতের হুরেরা পৃথিবীর দিকে একবার উকি দেয় তাহলে পূর্ব-পশ্চিমের মাঝে য‍া কিছু আছে তা আলোকিত হয়ে যাবেআর সমস্ত পৃথিবীকে সুগন্ধিময় করে দিবে। (বুখারী)

৪/ জান্নাতের  বালাখানসমূহ সোনা ও চাদির ইট দিয়ে নির্মিতসিমেন্ট,বালি মেশক আম্বরের সুগন্ধিযুক্ততার পাথরসমূহ হবে মতি ও ইয়াকুতের, আর তার মাটি হবে জাফরানের। (তিরমিযি)

৫/ জান্নাতে শত স্তর আছে আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ ও যমীন সমান দুরত্ব। (তিরমিযি)

৬/ জান্নাতের ফলসমুহের একটি গু্চ্ছ আকাশ ও যমীনের সমস্ত সৃষ্টিজীব খেলেও শেষ হবে না। (আহমাদ)

৭/  জান্নাতের একটি বৃক্ষের ছায় এত লম্বা হবে যে , তার ছায়ায় এক অশ্বারোহী শত বছর পর্যন্ত চলেও তার শেষ প্রান্তে পৌছতে পারবে না। (বুখারী)

৮/ জান্নাতে ধনুক সম স্থান সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সমস্ত নেয়ামত থেকে মূল্যবান (বুখারী)

৯/ হাওযে কাওসারে সোন-চাদির পেয়ালা থাকবে যার সংখ্যা আকাশের তারকার সমান হবে। (বুখারী)

লেখা গুলো নেয়া হয়েছে  ‍”জান্নাত ও জাহান্নামের বর্ণনামুহাম্মদ ইকবাল কিলানি রচিত বই থেকে। (তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত)

শেয়ার করুন 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment